আন্তর্জাতিক

হজে গিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে মারা যাওয়া মানুষের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এদের বেশির ভাগই মারা গেছেন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই মিশরীয়। মিশরীয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭২ এবং আরো ২৫ জন নিখোঁজ রয়েছে।

ইন্দোনেশিয়ার সরকারের তথ্য অনুসারে দেশটির মোট ২৩৬ নাগরিক মারা গেছেন। ভারতের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে দেশটির ৯৮ নাগরিক মারা গেছে। তিউনিসিয়া, জর্ডান, ইরান এবং সেনেগাল আরও নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুসারে, এই বছরের এক হাজার ১১৪ জন মারা গেছে হজে।

মিশর কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, অবৈধভাবে হজে লোক পাঠানোর জন্য ১৬টি পর্যটন সংস্থার লাইসেন্স স্থগিত করেছে এবং এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হজে মৃত্যুর জন্য এই সংস্থাগুলোকে দায়ী করা হয়েছে।