ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নিয়ে তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দিচ্ছেন ইরানিরা। এর আগে গত ১ মার্চ দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে বলে জানা গেছে।
পড়ুন: আজ ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বের ৯৫ দেশেও থাকছে ভোট দেওয়ার সুযোগ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেভ্যুলশনারি গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ভোটগ্রহণের পর ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হবে, তাই চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের ৯৫ দেশেও থাকছে ভোট দেওয়ার সুযোগ ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র বৃহস্পতিবার (২৭ জুন) ঘোষণা করেছে, আজ বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এসব দেশে অবস্থানকারী ইরানের নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া, দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা।
পড়ুন: কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।
সূত্র: আল জাজিরা, পার্সটুডে