আরও শক্তিশালী হয়ে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের দক্ষিণ-পূর্বে অগ্রসর হচ্ছে। ভয়াবহ এই হারিকেন আঘাত হানার আগেই স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বিবিসি জানিয়েছে, রোববার রাতে (৩০ জুন, স্থানীয় সময়) ক্যারিবিয়ানের দক্ষিণ–পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায় আঘাত হানতে পারে হারিকেনটি। আবহাওয়া দপ্তর একে ‘খুবই বিপজ্জনক’ ক্যাটাগরি থ্রি ঝড়-এ উন্নীত করেছেন। এর অর্থ ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোজ, ডোমিনিকা, গ্রেনাডা এবং মার্টিনিকের কাছাকাছি আসার সময় ঝড়টি আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের গ্যাস স্টেশনগুলোয় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সুপার মার্কেট এবং মুদিদোকানে খাবার, পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড় লক্ষ করা গেছে। অনেক পরিবার ইতিমধ্যে তাদের মালামাল সরিয়ে নিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, হারিকেন বেরিল শুক্রবার রাতে গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে হারিকেনে রূপ নেয়। ঝড়ের কেন্দ্রে ইতিমধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ মাইল। পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছানোর আগে এটি আরও শক্তিশালী হবে। ঝড়টি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানবে - ডমিনিকা, মার্টিনিক, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস এবং গ্রেনাডার ওপর দিয়ে হারিকেনের মূল অংশটি বয়ে যাবে।