আন্তর্জাতিক

প্রথমবারের মতো নারীকে প্রতিরক্ষা প্রধান করলো কানাডা

প্রথমবারের মতো একজন নারীকে দেশের সামরিক বাহিনীর প্রধান করার ঘোষণা দিয়েছে কানাডা। বুধবার নতুন সামরিক প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনানের নাম ঘোষণা করা হয়েছে।

১৮ জুলাই লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব নেবেন।

ক্যারিগনান মূলত একজন সামরিক প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি আফগানিস্তান, বসনিয়া-হার্জেগোভিনা, ইরাক এবং সিরিয়াতে সেনা কমান্ডের দায়িত্ব পালন করেছেন। কানাডার সশস্ত্র বাহিনীতে যৌন হয়রানি এবং অসদাচরণ বন্ধ করার দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ‘তার (ক্যারিগনান) কর্মজীবনে ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলী, শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি এবং সেবার প্রতি নিবেদন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য তাকে অসাধারণ সম্পদে পরিণত করেছে।’

ক্যারিগনান এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন যখন কানাডা তার প্রতিরক্ষা ব্যয় বাড়াতে মিত্রদের চাপের মধ্যে রয়েছে। সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্য পূরণে লড়াই করছে এবং পুরনো সরঞ্জাম প্রতিস্থাপনে ধীরগতি অবলম্বন করছে।