আন্তর্জাতিক

ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস

হামাস তার যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। গোষ্ঠীটির দুই কর্মকর্তা রোববার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

গত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনার একটি মূল অংশ পাঁচ দিন আগে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে ইসরায়েল এখনও তার প্রতিক্রিয়া জানায়নি।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের দুই কর্মকর্তার একজন রয়টার্সকে বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি এবং দখলদারদের প্রতিক্রিয়া শোনার জন্য অপেক্ষা করছি।’

ফিলিস্তিনি ছিটমহলের জন্য তিন পর্যায়ের পরিকল্পনাটি মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপন করেছিলেন। এর মধ্যস্থতায় ছিল কাতার ও মিশর মধ্যস্থতা। যুদ্ধের অবসান ঘটানো এবং হামাসের হাতে বন্দি প্রায় ১২০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা এই পরিকল্পনার উদ্দেশ্য।

আরেক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল কাতারের সাথে আলোচনা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রোববার রয়টার্সকে বলেন, ‘তারা তাদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে এবং তারা কয়েক দিনের মধ্যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।’