আন্তর্জাতিক

ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ-সমাবেশ

হামাসের সাথে জিম্মি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছে এবং মন্ত্রীদের বাড়ির সামনে সমাবেশ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সারা দেশের প্রধান সড়কগুলোর মোড়ে অবস্থান নেয় এবং অবরোধ করে। তারা তেল আবিব-জেরুজালেম মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

নয় মাস যুদ্ধের পর গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে জিম্মি চুক্তিতে পৌঁছানোর একটি প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলোতে গতি পেয়েছে। হামাস চুক্তির শর্ত মানলেও ইসরায়েল এখনও কোনো জবাব দেয়নি।

মেগাফোন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের ছোট দলগুলো বেশ কয়েকজন মন্ত্রী ও ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ করেছে। তারা প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ, নেসেট স্পিকার আমির ওহানা, অর্থমন্ত্রী নির বারকাত, পরিবহন মন্ত্রী মিরি রেগেভ, কৃষিমন্ত্রী আভি ডিখটার সহ বেশ কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রীদের বাড়ির বাইরে সমাবেশ করেছে।