নতুন যুদ্ধবিরতি আলোচনা হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার অঞ্চলে আক্রমণ চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের শুজাইয়া, সাবরা এবং তাল আল-হাওয়ার আরও ভেতরে প্রবেশ করেছে। বাসিন্দারা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের কথা জানিয়েছেন।
মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের আল-জালা স্ট্রিটে একটি বাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছে এবং কাছাকাছি লাবিদাতে বোমা হামলায় তিনজন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। একইসময় আহতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৩৩ জনে পৌঁছেছে।