আন্তর্জাতিক

কেনিয়ায় পুলিশের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষ

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে।

বিক্ষোভের কারণে গত সপ্তাহে ২৭০ কোটি ডলারের কর বৃদ্ধির প্রস্তাব বাতিল করেছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। একইসঙ্গে তিনি তার পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। তবে বিক্ষোভকারীরা মঙ্গলবার কর বৃদ্ধির প্রস্তাব পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে সারাদেশ অচল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেক বিক্ষোভকারী রুটোর পদত্যাগের দাবি করছেন, তাকে অপশাসন, দুর্নীতি এবং আগের সরকারবিরোধী সমাবেশে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য দায়ী করেছেন।

মঙ্গলবার পুলিশ রাজধানী নাইরোবির দক্ষিণ উপকণ্ঠে কিটেনজেলা শহরে কাঁদানে গ্যাস ছুড়েছে। সেখানে প্রায় ২০০ বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে ‘রুটোকে অবশ্যই যেতে হবে’ এবং ‘আমাদের হত্যা বন্ধ কর’ বলে স্লোগান দিচ্ছিল।

নাইরোবির সিটি সেন্টারেও দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। সেখানে কয়েক ডজন বিক্ষোভকারী রুটোকে পদত্যাগ করার জন্য স্লোগান দিচ্ছিল।  উপকূলীয় শহর মোম্বাসায় বিক্ষোভকারীরা খেজুরের ঝাঁক নেড়ে মিছিল করেছে।