আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭

গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণের সীমান্ত শহর রাফাহতে ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে। সেখানে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। কাছাকাছি খান ইউনিসে ইসরায়েলি হামলায় স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তান নিহত হয়েছে। রাতে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং ২৬ জন আহত হয়েছে।

তাঁবুতে বসবাসকারী প্রত্যক্ষদর্শী তাহরির মাটির বলেন, ‘গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, রক্ত ​​ঝরছিল এবং আমাদের তাঁবুতে আঘাত হানা হয়েছিল। শহীদদের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমরা চিৎকার করেছিলাম: আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসির শরণার্থী এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসনে বিমান হামলা হয়েছে। নুসিরাত ক্যাম্পে, পৃথক গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজার শেখ জায়েদে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছে।