আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে উত্তর কোরিয়ার আবর্জনা বোঝাই বেলুন

উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বহনকারী বেলুনগুলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের প্রাঙ্গণে পড়েছে। বুধবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বেলুনগুলোর কারণে কোনো ক্ষতি হয়নি। বেলুনগুলো পড়ার পরপর সিউল রাসায়নিক প্রতিক্রিয়া দলগুলো ঘটনাস্থলে ছুটে গেছে। 

সিউলের কেন্দ্রস্থলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের আঙ্গিনায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বোঝাই বেলুন পড়লো। এর আগে রাজধানী সিউলসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে শত শত আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া।

বার্তা সংস্থা এএফপিকে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষেবা বলেছে, ‘রাসায়নিক, জৈবিক এবং রেডিওলজিক্যাল (যুদ্ধকালীন) প্রতিক্রিয়া দল নিরাপদে আবর্জনা বোঝাই বেলুনগুলো সংগ্রহ করেছে।’