অস্ট্রেলিয়ায় এখনও করোনায় গড় মৃত্যুর হারের বেশি। সোমবার এক গবেষণা প্রতিবেদনে দেশটির গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই রোগের প্রভাব আগামী বছর ধরে অনুভূত হতে থাকবে।
অস্ট্রেলিয়ান অ্যাকচুয়ারিজ ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৩ সালে প্রত্যাশার চেয়ে পাঁচ শতাংশ বেশি মানুষ মারা গেছে। এই সংখ্যা আট হাজার ৪০০।
বিশেষজ্ঞরা কোভিডের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল হিসাবে মারা যাওয়া লোকের সংখ্যা পরিমাপ করেছেন এবং দেখেছেন অতিরিক্ত মৃত্যুর হার প্রাক-মহামারী সময়ের তুলনায় এখনও বেশি। তারা প্রায় চার হাজার ৬০০ জনের মৃত্যুর জন্য সরাসরি কোভিড-১৯ কে দায়ী করেছেন। গত বছর মৃত্যুর নবম প্রধান কারণ ছিল কোভিড-১৯। আগের সংক্রমণ এবং কোভিড সম্পর্কিত স্বাস্থ্যসেবাতে বাধার কারণে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং ডিমেনশিয়া সম্পর্কিত ঝুঁকি বাড়ছে।
অ্যাকচুয়ারি ইনস্টিটিউটের মুখপাত্র কারেন কাটার বলেছেন, ‘আমরা মনে করি যে কোভিড-১৯ এর প্রত্যক্ষ কারণ কিংবা হৃদরোগের মতো অন্যান্য পরোক্ষ কারণে আগামী কয়েক বছর ধরে কিছু অতিরিক্ত মৃত্যুর হতে পারে।’