আন্তর্জাতিক

ধূমপানের ন্যূনতম বয়স বাড়াল ইন্দোনেশিয়া

বিশ্বের যেসব দেশে ধূমপানের হার সর্বোচ্চ, তার মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। ধূমপানের মারাত্মক অভ্যাস রোধ করার উদ্দেশ্যে স্বাস্থ্য নীতিতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে দেশটি এবার সিগারেট কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করেছে। অর্থাৎ ২১ বছরের আগে ধূমপান নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। 

বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া তামাক উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের জরিপের তথ্যানুযায়ী, দেশটিতে প্রায় ৭ কোটি প্রাপ্তবয়স্ক ধূমপায়ী রয়েছে। 

গত সপ্তাহে প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্বাক্ষরিক একটি সরকারি আদেশে, ইন্দোনেশিয়ায় সিগারেট কিনতে ইচ্ছুক ব্যক্তিদের ন্যূনতম বয়স ২১ করা হয়েছে। এছাড়া স্থানীয় রাস্তার দোকানগুলোতে সিঙ্গেল সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

নতুন আইনটি ধূমপানের প্রকোপ কমাতে ও কমবয়সী ধূমপায়ীদের প্রতিরোধ করার উদ্দেশ্যে বলে উল্লেখ করা হয়েছে। নতুন আইনে স্কুল ও খেলার মাঠের ২০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০২৩ সালের একটি জরিপের তথ্যানুযায়ী, দেশটিতে ৭ কোটি ধূমপায়ীদের মধ্যে ৭ দশমিক ৪ শতাংশের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। যার মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সী ধূমপায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি।

নতুন আইনের আওতায় অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সাধারণ ও ইলেকট্রনিক সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিগারেটের বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে ধূমপান বিরোধী সংস্থাগুলো বলছে, নতুন নিয়ম ধূমপান রোধে যথেষ্ট নয়। তামাক নিয়ন্ত্রণ আইনজীবী টুবাগুজ হারিও কারবায়ান্তের মতে, ‘কিছু নিয়ম ভালো। যেমন ইলেকট্রনিক সিগারেটে নিয়ন্ত্রণ। তবে সরকারের অবশ্যই নজরদারি ও প্রয়োগ নিশ্চিত করার জন্য একটি প্রযুক্তিগত বাস্তবায়ন প্রবিধান জারি করা উচিত।’

যুব তামাক নিয়ন্ত্রণ আইনজীবী মানিক মার্গানমাহেন্দ্রের মতে,‘ন্যূনতম বয়সের সীমা কার্যকর করতে আরও কঠোর হতে হবে। যেমন আইডিকার্ড যাচাই করা।’

ইন্দোনেশিয়া গত কয়েক বছর ধরে তামাকজাত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ধূমপান রোধ করার চেষ্টা চালাচ্ছে।