আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ না ভারতীয়: কমলার পরিচয় নিয়ে প্রশ্ন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। কিন্তু কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে তাকে আক্রমণ করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার কমলা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয় এ নিয়ে প্রশ্ন তোলেন রিপাবলিকান নেতা।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার শিকাগোতে মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানতে চান, কমলা আসলে কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়?

কমলার জাতি পরিচয় নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘কিছুদিন আগ পর্যন্তও কমলা হ্যারিস তার ভারতীয়-মার্কিন পরিচয় নিয়ে গর্বিত ছিলেন। কিন্তু তিনি অতি সম্প্রতি নিজেকে কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিচ্ছেন।’

কমলাকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, ‘আমি জানি না, কয়েক বছর আগেও তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন কি না। কিন্তু তিনি এখন হঠাৎ করে কৃষ্ণাঙ্গে পরিণত হয়েছেন এবং কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করছেন। তো আমি আসলে জানি না, তিনি আসলে কি ভারতীয়? না কি কৃষ্ণাঙ্গ?’

ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কমলা হ্যারিস বলেছেন, ‘ট্রাম্পের মন্তব্য পুরোনো মানসিকতার বিভক্তি এবং অসম্মানের বহিঃপ্রকাশ।’ 

হিউস্টনে কৃষ্ণাঙ্গ সমাজের সিগমা গামা রো-এর এক সভায় কমলা হ্যারিস বলেন, ‘মার্কিন জনগণ আরো ভালো কাউকে (প্রেসিডেন্ট হিসেবে) পাওয়ার যোগ্য। আমরা মার্কিনিরা এমন একজন নেতার যোগ্য যিনি বুঝতে পারেন যে আমাদের মধ্যকার বিভিন্ন ধরনের পার্থক্য আমাদের বিভক্ত করে না। এই বৈচিত্র্যই আমাদের শক্তির একটি অপরিহার্য উৎস।’

সাম্প্রতিক দুটি জরিপে দেখে গেছে, জনপ্রিয়তায় ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন কমলা।