আন্তর্জাতিক

হানিয়াকে দোহায় দাফন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে কাতারের রাজধানী দোহায় দাফন করা হয়েছে। শুক্রবার দ্বিতীয় জানাজা শেষে তাকে দোহায় দাফন করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনি পতাকায় ঢেকে রাখা হানিয়ার কফিন রাজধানী দোহার ঠিক উত্তরে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে নিয়ে যাওয়া হয়। জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে খালেদ মেশালও ছিলেন। তাকে হামাসের নতুন নেতা হিসাবে ভাবা হচ্ছে। এছাড়া হামাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিও উপস্থিত ছিলেন।

হানিয়াকে দোহার উত্তরে লুসাইল শহরের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ‘আজ দখলদারদের (ইসরায়েল) প্রতি আমাদের বার্তা হচ্ছে, আপনারা কাদায় গভীরভাবে তলিয়ে যাচ্ছেন এবং আপনাদের শেষ সময় দ্রুত ঘনিয়ে আসছে। হানিয়ার রক্ত ​​বদলে দেবে সব সমীকরণ।’

বুধবার ভোরে তেহরানে এক হামলায় নিহত হন হানিয়া।  এ জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।