ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘প্রায় ৭ কেজি ওয়ারহেডসহ একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ঘরের বাইরে থেকে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটানোয় তিনি।’
এতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড ‘পরিকল্পিত ও ইহুদিবাদী শাসকদের পরিচালিত’ এবং ‘যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের’ সমর্থিত।
ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, হামাস নেতা হত্যাকাণ্ডে তেহরানের প্রতিক্রিয়া ‘কঠোর এবং উপযুক্ত সময়, স্থান ও পদ্ধতিতে’ দেখানো হবে।
প্রসঙ্গত, গত বুধবার তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।