আন্তর্জাতিক

 নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান বিভিন্ন দেশের

মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, লেবাননে অবস্থারত মার্কিন নাগরিকরা ‘যেকোনো টিকেট’ পাওয়া মাত্রই যেন দেশে ফিরে আসেন।

গত বুধবার তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও হিজবুল্লাহ। হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন যে,  ইরান সমর্থিত হিজবুল্লাহ এই ধরনের যেকোনো প্রতিশোধের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা এই অঞ্চল জুড়ে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই উদ্বেগের প্রতিক্রিয়া জানিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, কানাডা ও জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে বৈরুতে মার্কিন দূতাবাস বলেছে, যারা লেবাননে থাকাকে বেছে নিয়েছে তাদের উচিত ‘দ্রুত পরিকল্পনা তৈরি করা’ এবং ‘একটি বর্ধিত সময়ের জন্য আশ্রয়ের জায়গা বেছে নেওয়া।’

যুক্তরাজ্য জানিয়েছে, তারা প্রত্যাবাসনে সহায়তার জন্য অতিরিক্ত সামরিক কর্মী, কনস্যুলার স্টাফ এবং সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের  পাঠাচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন তারা নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।