আন্তর্জাতিক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। সোমবার (৫ আগস্ট) তার ছেলে সজীব ওয়াজেদ জয় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন।

জয় জানান, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেন, মা এতোটাই হতাশ যে সব পরিশ্রমের পরেও একটি সংখ্যালঘু তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা জয় জানান, তার মা গতকাল (রোববার) থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপের কারণে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দেশ ত্যাগ করেছেন।

শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় কর্মকাণ্ডকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে পুরোপুরি বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হত। এটি একটি দরিদ্র দেশ ছিল। এখন এটি এশিয়ার উদীয়মান দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি খুবই হতাশ।

সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি কঠোর মনোভাবের অভিযোগ খারিজ করে জয় বলেন, আপনি পুলিশকে মারা যেতে দেখেছেন? গতকাল ১৩ জন নিহত হয়েছেন। তো গণমানুষ যখন মানুষকে হত্যা করছে, তখন পুলিশের কী করা উচিত?