বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সংসদে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।
বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এর জেরে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সব দলের নেতাদের অবহিত করেন জয়শঙ্কর।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, অনেক বছর ধরে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার জন্য বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বিভেদ সীমিত করার জন্য কেন্দ্রের কৌশল নিয়েও আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
জয়শঙ্কর সাংসদদের বলেন, ‘এটি একটি বিরাজমান পরিস্থিতি। সরকার সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
তিনি জানান, তারা শেখ হাসিনার ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে জানতে তাকে সময় দিতে চান। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, ভারত সরকার ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে। এছাড়া বাংলাদেশে ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যোগাযোগ রাখছে।
জয়শঙ্কর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সহিংসতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। মোদি হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশে ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।