যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর। মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহারের পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।
মঙ্গলবার সমর্থকদের কাছে পাঠানো বার্তায় কমলা বলেছেন, ‘টিম একজন পরীক্ষিত নেতা যার মিনেসোটার পরিবারগুলোর জন্য কাজ করার অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড রয়েছে। আমি জানি, তিনি আমাদের প্রচারে এবং ভাইস প্রেসিডেন্টের অফিসে একই নীতিগত নেতৃত্ব নিয়ে আসবেন।’
নির্বাচনী প্রচারে অনুদানের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘এখন, আপনি কি টিমকে আমাদের টিকিটে স্বাগত জানাতে ২০ ডলার দিবেন? আমরা ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সকে পরাজিত করতে আপনার সমর্থনের ওপর নির্ভর করছি।’