বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া সঙ্গীরা তাকে ছেড়ে যেতে শুরু করেছেন। তারা ভারত থেকে তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
ব্যাপক বিক্ষোভের মুখে ৫ আগস্ট দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন। তাদের সঙ্গে ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যক্তিও একই বিমানে ভারতে গিয়েছেন। তাদের সংখ্যা দুই অংকের ঘরে বলে জানিয়েছে এএনআই। তারা এতোটা দ্রুত সময়ের মধ্যে দেশত্যাগ করেছেন যে, কাপড় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি।
বৃহস্পতিবার এএনআই জানিয়েছে, বেশিরভাগ সদস্য এখন তাদের পরবর্তী গন্তব্যের জন্য ভারত ছাড়তে শুরু করেছে। তবে শেখ হাসিনা ও তার বোনের পরবর্তী গন্তব্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।