বিগত কয়েক দিন ধরে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন সংক্রান্ত ঘটনাগুলোর প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কাচাবাজারে। বাংলাদেশ থেকে মাছ না যাওয়ায় বৃহস্পতিবার রাজ্যের হাওড়ার পাইকারি মাছ বাজারে সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ থেকে হাওড়া মাছের বাজারে বেশি পরিমাণে মাছ আসছে না। এর ফলে কলকাতার মাছ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে গত চার-পাঁচ দিনে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে কোটি টাকার ক্ষতি হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, ব্যাপক চাহিদা থাকা ইলিশসহ বিভিন্ন মাছের বিক্রি থমকে গেছে।
মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বিক্ষোভের কারণে গত একমাস ধরে মাছ আমদানি-রপ্তানিতে ব্যাপক দরপতন হয়েছে।