সুইডেনে মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকা মহাদেশের বাইরে মাঙ্কিপক্সের এটাই প্রথম শনাক্তের ঘটনা বলে সুইডেনের পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে।
বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আফ্রিকার একটি অঞ্চলে থাকার সময় ওই ব্যক্তি সংক্রামিত হয়েছিল। বর্তমানে আফ্রিকায় মাঙ্কিপক্স ক্লেড ওয়াসের একটি বড় প্রাদুর্ভাব রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার কিছু অংশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছে।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে মাঙ্কিপক্সের প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে ৪৫০ জন আক্রান্ত ব্যক্তি মারা গিয়েছিল। বর্তমানে এই রোগটি মধ্য ও পূর্ব আফ্রিকা অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
মাঙ্কিপক্স মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সংক্রমিত হয়, যেমন যৌনতা, ত্বক থেকে ত্বকের সংস্পর্শ এবং শ্বাস-প্রশ্বাস। এর উপসর্গগুলো ফ্লুর মতো, আক্রান্ত ব্যক্তির ত্বকে ক্ষত সৃষ্টি করে। আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে চার জনের মৃত্যু হতে পারে। মাঙ্কিপক্সের দুটি ধরণ আছে-ক্লেড ওয়ান এবং ক্লেড টু।