আন্তর্জাতিক

দ্রুত গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: বাইডেন

দ্রুত গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা আগের চেয়ে অনেক কাছাকাছি রয়েছি।’ পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে ‘চুক্তিটি শেষ করতে নিবিড় প্রচেষ্টার’ জন্য  ইসরায়েলে পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরান ইসরায়েলের উপর হামলা চালাতে পারে এমন উদ্বেগের মধ্যে বাইডেন বলেন, ‘এই প্রক্রিয়াটিকে দুর্বল করার জন্য এই অঞ্চলে কারো পদক্ষেপ নেওয়া উচিত নয়।’

হামাস অবশ্য চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে। 

যুদ্ধবিরতির সম্ভাবনার কথা উল্লেখ না করেই ইসরায়েল বলেছে, তারা ‘জিম্মি মুক্তির চুক্তিতে হামাসকে প্রত্যাখ্যান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে।’

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা বন্ধে ইসরায়েলের সঙ্গে চুক্তির জন্য কাজ করছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তবে ইসরায়েল বারবার নানা অজুহাত দেখিয়ে চুক্তি নাকচ করে দিয়েছে।