আন্তর্জাতিক

শেখ হাসিনাকে প্রত্যার্পণ প্রশ্নে যা বললো ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে ওঠা প্রশ্ন এড়িয়ে গেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রশ্নকে ‘অনুমাননির্ভর’ হিসেবে ব্যাখ্যা করেছেন।

শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাই আইনগতভাবে এখন ৪৫ দিন ভারতে থাকতে পারবেন তিনি। এর মধ্যে তিন সপ্তাহের বেশি পার হয়ে গেছে।

বাংলাদেশ ফেরত চাইলে ভারতের জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এটি ‘এমন একটি বিষয় যা অনুমাননির্ভর।’ 

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। আমাদের এই বিষয়ে আরো কিছু যোগ করার নেই।’

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জয়সওয়াল বলেন, ‘যখনই সে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে, তখনই আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে (উন্নয়ন) প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব।’