হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর খবর নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি ফক্স নিউজকে বলেছেন, এসব প্রতিবেদনে ‘মিথ্যা বিবরণ’ দেওয়া হয়েছে।
চুক্তিতে না পৌঁছানোর জন্য হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল বেশ কয়েকটি চুক্তিতে সম্মত হয়েছে, কিন্তু হামাস ‘প্রত্যেকটিতে ধারাবাহিকভাবে না বলেছে।’
নেতানিয়াহু বলেন, ‘তারা কিছুতেই রাজি নয়: ফিলাডেলফি করিডোরে নয়, জেলে আটক সন্ত্রাসীদের সঙ্গে জিম্মি বিনিময় নয়, কিছুতেই নয়।’
তার দাবি, হামাস ইসরায়েলকে গাজা থেকে বের করে দিতে চায় যাতে তারা ছিটমহল দখল করতে পারে।
৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতায় চেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। হামাসের অভিযোগ, নেতানিয়াহুর কারণে কোনো চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না।