আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে বিক্ষোভ

মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৭৩ বছর বয়সী বার্নিয়ারকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন। ম্যাক্রোঁ জুনে আগাম পার্লামেন্ট নির্বাচন ডেকে ফ্রান্সকে হতবাক করে দিয়েছিলেন। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে এবং রাজনৈতিক বিভক্তি আরো গভীর হয়েছে। বার্নিয়ারের ঐতিহ্যবাহী ডানপন্থী দল চতুর্থ স্থানে রয়েছে এবং পার্লামেন্টে এই দল মাত্র ৪৭টি আসন পেয়েছে।

অতিবামপন্থী দল ফ্রান্স আনবোড (এলএফআই) এর নেতৃত্বে বামপন্থীরা ম্যাক্রোঁর বিরুদ্ধে গণতন্ত্র অস্বীকার করার এবং নির্বাচন কারচুপির অভিযোগ এনেছে। তাদের দাবি, ম্যাক্রোঁ জুলাইয়ে শীর্ষস্থানীয় নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোটের প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিতে অস্বীকার করেছিলেন।

পোলস্টার এলাবে শুক্রবার একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ৭৪ শতাংশ ফরাসি জনগণ মনে করে ম্যাক্রোঁ নির্বাচনের ফলাফলকে উপেক্ষা করেছেন এবং ৫৫ শতাংশ বিশ্বাস করেন যে তিনি কারচুপি করেছেন।

বার্নিয়ারের নিয়োগের প্রতিক্রিয়ায় বামপন্থী দলের নেতা, ইউনিয়ন এবং ছাত্র সংগঠনগুলো শনিবার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। দেশের ১৩০টি স্থানে বিক্ষোভ হবে বলে তারা শুক্রবার জানিয়েছিল।