পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ইসলামাবাদের উপকণ্ঠে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে আছে ইমরান খান। তার মুক্তির দাবিতে রোববার পিটিআই সমাবেশ করছে। সমাবেশের শেষ দিকে পুলিশ ইমরান সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ২৬ নম্বর চঙ্গির কাছে ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রশাসন সমাবেশের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু এটি ঘন্টা অতিক্রম করায়, পুলিশকে সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতে হয়েছিল, যার ফলে সংঘর্ষ এবং কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়েছিল।
পুলিশ আরো জানিয়েছে, সমাবেশের আয়োজকরা সমাবেশের নির্ধারিত সময়সীমা অতিক্রম করে এনওসিতে দেওয়া বিস্তারিত নিয়ম ও প্রবিধান লঙ্ঘন করেছে। তাই ইসলামাবাদের ডিসি পুলিশকে উপস্থিতদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেন।