বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আগামী ১০-১৬ সেপ্টেম্বর লু ভারত ও বাংলাদেশ সফর করবেন বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
ডোনাল্ড লু এর বাংলাদেশ সফর সম্পর্কে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ঢাকায় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়, ইউএসএইড এবং মার্কিন বাণিজ্য মন্ত্রলায়ের কর্মকর্তারা থাকবেন। কীভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সেই বিষয়ে ওয়াশিংটন ও ঢাকার কর্মকর্তারা আলোচনা করবেন।
লু এর ভারত সফর প্রসঙ্গে বলা হয়েছে, দিল্লিতে তিনি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা এবং মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তার প্রচারে মার্কিন-ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন।