আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ৬ বিদেশি গ্রেপ্তার

ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ৬ বিদেশি গ্রেপ্তার

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দুজন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো।

তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুরোসহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে-ই এই বিদেশিরা দেশটিতে এসেছিলেন। 

ক্যাবেলো বলেন, ‘সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত। এটি আমাদের মোটেও অবাক করে না।’ তিনি অভিযোগ করেন, এই অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তাকে এবং দেশের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চ পদস্থ রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনাও করা হয়েছিল। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই চক্রান্তের সঙ্গে যুক্ত ৪০০ মার্কিন রাইফেলও জব্দ করেছে।’

তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই কথিত হত্যার ষড়যন্ত্রে সিআইএ-র জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে পশ্চিমারা। দু’দিন আগেই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১৬ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।