ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা মঙ্গলবার থেকে বৈঠকে বসতে যাচ্ছেন। তাদের এই বৈঠকে বাংলাদেশ ইস্যুও থাকবে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ভারত এবং এর আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করবেন নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে ‘চরমপন্থী কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব একটি উদীয়মান নিরাপত্তা উদ্বেগ’ যা বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ভারতের জন্য আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে বেইজিংয়ের সামরিক সামরিক সহায়তা। বৈঠকে এই বিষয়টিও আলোচনা করা হবে।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।