যোগাযোগের জন্য ব্যবহৃত ইলেকট্রিক পেজার বিস্ফোরণে আহত হয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। মঙ্গলবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসকসহ এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। যোগাযোগের জন্য ব্যবহৃত তাদের পেজারগুলো বিস্ফোরণের পর এ ঘটনা ঘটেছে।
ফার্স বলেছে, ‘আমানির শরীরের উপরিভাগে আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।’
হিজবুল্লাহর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পেজারের বিস্ফোরণটি ছিল ইসরায়েলের সাথে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ‘সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন।’
গত অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে। সম্প্রতি এই যুদ্ধের তীব্রতা বেড়েছে।