রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি নভেম্বরে মার্কিন নির্বাচনে হেরে যান, তাহলে এর জন্য ইহুদি-আমেরিকান ভোটাররা আংশিকভাবে দায়ী থাকবেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এসময় ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি আমেরিকান ইহুদিদের মধ্যে হ্যারিসসে সমর্থন দেওয়ার প্রবণতা লক্ষ্য করছেন।
ট্রাম্প দাবি করেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হ্যারিস নির্বাচনে জয়ী হলে ইসরায়েলের সম্ভবত দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। ইহুদিরা সেই ফলাফলের জন্য আংশিকভাবে দায়ী হবে। কারণ তাদের মধ্যে ডেমোক্রেটদের ভোট দেওয়ার প্রবণতা রয়েছে।
তিনি বলেছেন, ‘যদি আমি এই নির্বাচনে জয়ী না হই- ইহুদি জনগণের এ ব্যাপারে সত্যিই অনেক কিছু করার থাকবে, কারণ যদি ৪০ শতাংশ, আমি বলতে চাচ্ছি, ৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দিলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’
ট্রাম্প একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমেরিকান ইহুদিদের মধ্যে ৬০ শতাংশ হ্যারিসকে সমর্থন দিয়েছেন।