আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানির কারখানায় হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলের হাইফার কাছে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি রাফায়েলের কারখানায় আঘাত হেনেছে লেবাননের হিজবুল্লাহ। রোববার গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, আক্রমণটি পেজার ও ওয়াকিটকি আক্রমণের ‘প্রাথমিক প্রতিক্রিয়ার’ অংশ।

মঙ্গলবার ও বুধবার লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইসরায়েল হামলার পিছনে ছিল। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিযেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহর ওপর এমন এক সিরিজ আঘাত হেনেছে যা তারা কল্পনাও করতে পারেনি।

তিনি বলেছেন, ‘যদি হিজবুল্লাহ বার্তাটি বুঝতে না পারে তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এই বার্তাটি বুঝতে পারবে।’

হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রোববার ভোরে রকেট হামলা চালিয়েছে। হাইফার দক্ষিণ-পূর্বে রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।