আন্তর্জাতিক

লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী।

স্থল আক্রমণের অনুকরণে একটি মহড়ার সময় ৭ম আর্মার্ড ব্রিগেডের সেনাদের হালেভি বলেছেন, ‘আপনারা উপরে বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা সারাদিন আক্রমণ করছি। উভয়ই আপনারা (লেবাননে) প্রবেশের সম্ভাবনার জন্য এবং হিজবুল্লাহকে হামলা করার জন্য প্রস্তুতি নিন।’

তিনি বলেছেন, হিজবুল্লাহ আজ তার (পরিসর) গোলাগুলির আওতা বিস্তার করেছে। আজকের পরে তারা অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া পাবে।’

ইসরায়েলি বাহিনীর প্রধান বলেছেন, ‘আজ আমরা চালিয়ে যাব, আমরা থামব না, আমরা আক্রমণ চালিয়ে যাব এবং সর্বত্র তাদের আঘাত করতে থাকব। লক্ষ্যটি খুব স্পষ্ট, উত্তরের (বাস্তুচ্যুত) বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনা। এর জন্য আমরা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

প্রসঙ্গত, বুধবার সকালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে হিজবুল্লাহর ৬০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।