আন্তর্জাতিক

টিকার জন্য নেদারল্যান্ডসের গুদামে অভিযান চালাতে চেয়েছিলেন জনসন

মহামারির সময় করোনার টিকা বাজেয়াপ্ত করার জন্য নেদারল্যান্ডসের একটি গুদামে অভিযান চালাতে চেয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২১ সালের মার্চ মাসে সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। জনসন তার লেখা বই ‘আনশিল্ড’ এ তথ্য জানিয়েছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ওই সময়ে রপ্তানি নিয়ে আন্তঃসীমান্ত বিরোধের কেন্দ্রস্থলে ছিল। জনসন বিশ্বাস করেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন ওই সময় যুক্তরাজ্যের সঙ্গে ‘বিদ্বেষমূলক’ আচরণ করেছে।

জনসন লিখেছেন, তিনি ‘নেদারল্যান্ডসের লেইডেনের একটি গুদামে একটি  অভিযান চালাতে এবং যা আইনত আমাদের ছিল ও যুক্তরাজ্যের অত্যন্ত প্রয়োজন ছিল তা নেওয়ার জন্য প্রযুক্তিগতভাবে সম্ভাব্য হতে পারে কিনা সে বিষয়ে কিছু কাজ পরিচালনা করেছেন।’

প্রতিরক্ষা স্টাফের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ডগ চালমারস প্রধানমন্ত্রীকে বলেছিলেন, পরিকল্পনাটি বাস্তবায়ন ‘অবশ্যই সম্ভব’ এবং ডাচ খালগুলোতে চলাচলের জন্য স্ফিত নৌকা ব্যবহার করতে হবে।

জনসন লিখেছেন, তিনি এর প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘তারা তখন লক্ষ্যস্থলে মিলিত হবে; উদ্ধার করা পণ্যগুলো সুরক্ষিত করুন, একটি আর্টিকুলেটেড লরি ব্যবহার করে সেখান থেকে বের করে আনুন এবং চ্যানেল বন্দরে এগুলো আনার পথ তৈরি করুন।’

জবাবে চালমারস জনসনকে জানিয়েছিলেন, গোপনে মিশনটি চালিয়ে যাওয়া কঠিন হবে, যার অর্থ যুক্তরাজ্যকে ব্যাখ্যা করতে হবে কেন আমরা কার্যকরভাবে ন্যাটোর পুরোনো মিত্রকে আক্রমণ করছি।

জনসন বিষয়টির উপসংহারে লিখেছেন, ‘আমি অবশ্যই জানতাম যে তিনি সঠিক ছিলেন এবং তারা সবাই যা ভেবেছিল তার সাথে মনে মনে একমত হয়েছিলাম, কিন্তু জোরে বলতে চাইনি: পুরো জিনিসটি ছিল দুষ্টুমি।’