আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হামলার পরপর দেশজুড়ে সতর্কতা হিসাবে সাইরেন বাজানো হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, ইরান ও লেবাননের অভ্যন্তরে ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তেহরানের সামরিক বাহিনী ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। ইরান এ পর্যন্ত ইসরায়েলে ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসফাহান, তাবরিজ, খোরামাবাদ, কারাজ এবং আরাক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয়, যেখানেই প্রয়োজন সেখানে হুমকি শনাক্ত ও মোকাবিলা করা হচ্ছে, এমনকি এই মুহূর্তেও। যেহেতু আমরা বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলা করছি, তাই এটা সম্ভব যে সতর্কতাগুলো বড় এলাকায় কাজ করবে।’

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, তেল আবিবের আকাশে অগ্নিশিখা এবং ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে আসছে সে সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।