ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান, গাজা, বৈরুত ও বাগদাদের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান, হিজবুল্লাহ ও হামাসের পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে অনেককে। খবর আল জাজিরার।
গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় ২০০টি ক্ষেপাণাস্ত্র ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড।
এদিকে ইরানের অভূতপূর্ব এই ক্ষেপণাস্ত্র হামলার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ‘বড় ভুল’ করেছে। তারা এর মূল্য দেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে।
এ ঘটনায় ইরান-ইসরায়েল যুদ্ধ বাঁধতে চলেছে বলে আশঙ্কা করেছেন বিশ্ব নেতারা।