আন্তর্জাতিক

পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বললেন খামেনি

পশ্চিমা দেশগুলোকে মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার শিক্ষার্থী ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো খামেনি জনসম্মুখে এলেন।

খামেনি বলেছেন,  ‘আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ-সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ-সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ-শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে।’

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জন্য ইরান এখনো শোকার্ত উল্লেখ করে খামেনি বলেন, শোকার্ত হওয়ার মানে হতাশ হওয়া নয় কিংবা একপাশে বসে থাকা নয়।’

এদিকে ইসরায়েলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছিল কিনা সেই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘না, আমি এ ধরনের কিছু নিশ্চিত করছি না। কিন্তু তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সতর্কবার্তা দিয়েছি। ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই বার্তা পাঠানো হয়েছিল।’