আন্তর্জাতিক

তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত রাশিয়ার

তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এই সিদ্ধান্ত দেশের ‘সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে’ বলে রুশ বার্তা সংস্থা তাস শুক্রবার জানিয়েছে।

আফগানিস্তানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের বরাত দিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার জন্য বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

পুতিন জুলাইয়ে জানিয়েছিলেন, রাশিয়া আফগানিস্তানের তালেবান আন্দোলনকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসাবে বিবেচনা করে।

২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে গোষ্ঠটির সঙ্গে রাশিয়া ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে।