আন্তর্জাতিক

এবার ইরাকি ড্রোন হামলায় নিহত ২ ইসরায়েলি সেনা

ইরাকি ড্রোন হামলায় উত্তর ইসরায়েলে দুই সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। শুক্রবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশে গত এক বছরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স একবারে কাকতালীয় ঘটনা ঘটিয়েছে। নিহত ইসরায়েলি সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৭৩ সালের পর এই প্রথম কোনো ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গোলান হাইটসে একটি ঘাঁটিতে থাকা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেডের দুই সদস্য নিহত হন। ইসরায়েলি কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, ওই দুই সেনা ‘যুদ্ধে’ নিহত হয়েছে। পরে জানানো হয়, তারা হামলার ফলে মারা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের অন্তত আট সেনা নিহত হয়েছে।