আন্তর্জাতিক

খোঁজ পাওয়া যাচ্ছে না হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতা হাশিম সাফিউদ্দিনের শুক্রবার থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সাফিউদ্দিন বৃহস্পতিবার বৈরুতের দাহিহের এলাকার একটি বাঙ্কারে সিনিয়র হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠকে যোগদান করছিলেন। ওই রাতেই সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। 

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলার কারণে দাহিয়েহ এর যেখানে আক্রমণ হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।

হামলার পর থেকে হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিউদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি শুক্রবার জানিয়েছিলেন, যেখানে হামলা চালানো হয়েছিল সেটি ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর। সেনাবাহিনী এখনও বৃহস্পতিবার রাতের বিমান হামলার মূল্যায়ন করছে।

গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর দুই নেতৃস্থানীয় ব্যক্তির একজন হচ্ছেন সাফিউদ্দিন। তিনি নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর স্বজন। নাসরাল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছে, তিনি সংগঠনের দায়িত্ব পাবেন।