আন্তর্জাতিক

সবচেয়ে কম বয়সে হিমালয়ের সব চূড়ায় ওঠার রেকর্ড নেপালি কিশোরের

নেপালের ১৮ বছর বয়সী এক পর্বতারোহী বিশ্বের হিমালয় পর্বতমালার ১৪টি পর্বত শৃঙ্গের চূড়ায় আরোহন করে সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ড ভেঙেছেন। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নিমা রিনজি শেরপা স্থানীয় সময় বুধবার সকালে তিব্বতের আট হাজার ২৭ মিটার উঁচু শিশা পাংমার চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানোর মিশন সম্পূর্ণ করেছেন।

নিমার বাবা বাবা তাশি শেরপা এএফপিকে বলেন, ‘সে আজ সকালে শিখরে পৌঁছেছে। সে ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, সে এটা করবে।’

নিমা শেরপা এক বিবৃতিতে বলেছেন, ‘এই শীর্ষে ওঠা শুধু আমার ব্যক্তিগত যাত্রার সমাপ্তি নয় বরং প্রত্যেক শেরপার প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা আমাদের জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী সীমানা অতিক্রম করে স্বপ্ন দেখার সাহস করেছেন। পর্বতারোহণ শ্রমের চেয়ে বেশি, এটি আমাদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং আবেগের প্রমাণ।’

নিমা শেরপার কাছে হিমালয় পর্বত অপরিচিত নয়। তিনি রেকর্ডধারী পর্বতারোহীদের পরিবার থেকে এসেছেন, যারা এখন নেপালের বৃহত্তম পর্বতারোহণ অভিযান সংস্থাও পরিচালনা করে।