আন্তর্জাতিক

লেবানন ও গাজায় যুদ্ধবিরতি নিয়ে সৌদির সঙ্গে আলোচনা করবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব সফরে লেবানন ও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। বুধবার ইরানের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন ইসরায়েরের প্রতিক্রিয়ায় অপেক্ষায় রয়েছে।

আরাকচি বুধবারের শুরুতে রিয়াদে পৌঁছেছেন। রিয়াদ সফর শেষ করে তিনি কাতারে যাবেন।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের সময় মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা, লেবানন ও গাজায় যুদ্ধবিরতি এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।

তেহরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে বলেছে, তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে এটি ‘অগ্রহণযোগ্য’ হবে।