আন্তর্জাতিক

অতিক্রম করেছে মিল্টন, বন্যা থেকে বেঁচে গেলো ফ্লোরিডা

হারিকেন মিল্টন বৃহস্পতিবার ফ্লোরিডাতে আঘাত হেনেছে। তবে হারিকেনটির প্রভাবে টাম্পা উপসাগর এলাকায় যে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা করা হয়েছিল তা ঘটেনি।  বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিল্টনের আঘাতে ফ্লোরিডার আটলান্টিক উপকূলে সেন্ট লুসি কাউন্টিতে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

পাওয়ারআউটেজ ডট ইউএস অনুসারে, বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় ৩০ লাখেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। প্রায় দুই সপ্তাহ আগে হারিকেন হেলেন এই এলাকায় আঘাত হানার পর তাদের মধ্যে কেউ কেউ বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য কয়েক দিন ধরে অপেক্ষা করছিলেন।

গভর্নর রন ডিস্যান্টিস বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, টাম্পা উপসাগর এলাকায় হারিকেন মিল্টনের প্রভাবে জলোচ্ছ্বাসের সবচেয়ে বিপর্যয়কর যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা এড়ানো গেছে।

তিনি বলেছেন, ‘আমরা যা বলতে পারি তা হল ঝড়টি তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে, এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল না।’

গভর্নর জানান, পিনেলাস এবং উপকূলীয় হিলসবরো কাউন্টিতে ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গে ১৮ দশমিক ৩১ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।