আন্তর্জাতিক

পুরুষদেরকে অজুহাত দূরে ঠেলতে বললেন ওবামা

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার পিটসবার্গ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে ওবামা পুরুষ ভোটারদের কমলা হ্যারিসকে ভোট না দেওয়ার অজুহাতকে দূরে ঠেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সমাবেশে বিশেষ করে পুরুষ ভোটারদের কমলা হ্যারিসকে সমর্থন দিতে অনুরোধ করেছেন।

ওবামা বলেছেন, ‘আমরা এখনো আমাদের আশেপাশের এলাকা এবং সম্প্রদায়ের সব অংশে একই ধরণের শক্তি এবং ভোটার উপস্থিতি দেখিনি যেমনটি আমার নির্বাচনে প্রতিদ্বন্দিতার সময় দেখেছিলাম। এখন, আমি এটাও বলতে চাই যে ভাইদের ক্ষেত্রে এটি আরো স্পষ্ট বলে মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা নানা ধরণের কারণ ও অজুহাত দেখাচ্ছেন। এটা নিয়ে আমার সমস্যা আছে। এর একটি অংশ আমাকে ভাবতে বাধ্য করে যে, ঠিক আছে, আপনি একজন নারীকে প্রেসিডেন্ট হওয়ার ধারণাটি সমর্থন করছেন না এবং আপনি এর জন্য অন্যান্য বিকল্প এবং কারণগুলো নিয়ে আসছেন।’

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘যখন আমরা সমস্যায় পড়ি এবং ব্যবস্থা আমাদের জন্য কাজ করে না, তখন তারাই (নারীরা) সেখানে মিছিল করে এবং প্রতিবাদ করে।’