আন্তর্জাতিক

ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল

ইসরায়েল চলতি মাসে ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা এমনটাই ধারণা করছেন বলে শনিবার জানিয়েছে এনবিসি।

ইসরায়েল প্রায় এক বছর ধরে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। লড়াইয়ের এই তীব্রতা আরো বাড়তে পারে মধ্যপ্রাচ্য উচ্চ সতর্কতায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বারবার বলেছে, তারা পহেলা অক্টোবর ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তার জবাব দেবে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে বা হত্যাকাণ্ড চালাবে এমন কোনো ইঙ্গিত নেই। তবে ইসরায়েল কীভাবে এবং কখন হামলা চালাবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ইহুদিদের ইয়োম কিপ্পুর যে ছুটি চলছে এর মধ্যেই একটি প্রতিক্রিয়া আসতে পারে।