আন্তর্জাতিক

শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির প্রধান ফটক উড়িয়ে দিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবানেন নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ঘাঁটির প্রধান ফটক ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় রোববার সকালে দুটি ইসরায়েলি ট্যাংক গোলা দিয়ে ফটকটি উড়িয়ে দেয়। 

ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রামিয়ায় জাতিসংঘের একটি অবস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটের দিকে যখন শান্তিরক্ষীরা অবস্থান কেন্দ্রে ছিল, তখন দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক অবস্থানের প্রধান ফটকটি ধ্বংস করে এবং জোরপূর্বক সেখানে প্রবেশ করে। এরপর ইসরায়েলি সেনারা ঘাঁটির আলো নেভানোর জন্য একাধিকবার অনুরোধ করেছিল’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিবাদ করার প্রায় ৪৫ মিনিট পরে ট্যাংকগুলো চলে যায়। আইডিএফের উপস্থিতি শান্তিরক্ষীদের বিপদে ফেলছে।’

ইউনিফিল জানিয়েছে, একই অবস্থানে থাকা শান্তিরক্ষীরা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ১০০ মিটার উত্তরে বেশ কয়েকটি রাউন্ড গুলি চালানোর কথা জানায়, যেখান থেকে ধোঁয়া নির্গত হয়। ক্যাম্পে ধোঁয়া প্রবেশের পর ১৫ জন শান্তিরক্ষী ত্বকের জ্বালা এবং পরিপাক নারীর সমস্যাসহ অন্যান্য অসুস্থতার শিকার হন।’