আন্তর্জাতিক

ইয়াহিয়া সিনওয়ারের ছবি সম্বলিত লিফলেট ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান

দক্ষিণ গাজায় যুদ্ধবিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এসব লিফলেটে নিহত হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছবি ছিল। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, লিফলেটে সিনওয়ারের ছবির পাশে লেখা ছিল ‘হামাস আর গাজা শাসন করবে না।’ এই বাক্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যবহৃত ভাষার প্রতিধ্বনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। উত্তরে জাবালিয়াতে হাসপাতালগুলোর চারপাশে অবরোধ আরও কঠোর করেছে ইসরায়েল। ঠিক এই সময়ে সিনওয়ারের ছবি সম্বলিত লিফলেট ফেলেছে ইসরায়েলি বাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিফলেটটিতে আরবিতে আরো লেখা ছিল, ‘যে কেউ অস্ত্র ফেলে দেয় এবং জিম্মিদের হাতে তুলে দেয়, তাকে চলে যেতে এবং শান্তিতে বসবাস করার অনুমতি দেওয়া হবে।’