আন্তর্জাতিক

গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহত ৮৭

গাজার বেত লাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার উত্তর গাজার বেত লাহিয়ায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের নিচে ৮৭ জন নিহত হয়েছে। আরও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। 

গাজার কর্মকর্তারা শনিবার রাতে জানিয়েছিলেন, বিমান হামলায় ৭৩ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ছিটমহলের উত্তরে যোগাযোগ বন্ধ এবং রাস্তার প্রতিবন্ধকতার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এলাকাটিতে ১৬ দিনের ইসরায়েলি সামরিক অবরোধের কারণে বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ এবং প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বেইত লাহিয়া শহরটিগাজা উপত্যকার উত্তরে জাবালিয়া এবং বেইট হানুনের কাছাকাছি অবস্থিত। তিনটি শহরই ইসরায়েলি আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ফোন এবং ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।