আন্তর্জাতিক

যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন হিজবুল্লাহর

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কৌশলগত বড় পরিবর্তন আনছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলের দিকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

আল জাজিরার দক্ষিণ লেবাননের সংবাদদাতা ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে তিনি বলেছেন, ‘এই প্রথম আমরা হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেখলাম। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার কয়েক মিনিট পর আমরা তেল আবিব এবং হাইফাতে অ্যালার্মের শব্দ শুনতে পাই।’

হিজবুল্লাহ বলেছে, তারা তেল আবিবে একটি গোয়েন্দা অফিস এবং হাইফায় একটি নৌঘাঁটি লক্ষ্যবস্তু করেছে।

এই হামলার ঘটনায় ইসরায়েল সরকার বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

হিজবুল্লাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলি সীমান্তের কাছে ব্যাপক আর্টিলারি গোলাবর্ষণ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহ এক ঘোষণায় বলেছিল, তারা ইসরায়েলের সাথে মোকাবিলা করার সময় তাদের কৌশল পরিবর্তন আনতে যাচ্ছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আরও বলেছিল, তারা ইসরায়েলকে দেখাতে যাচ্ছে যে তারা কী করতে সক্ষম।

আল জাজিরার সংবাদদাতা ইমরান খানের ভাষ্য, ‘মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রের এই ব্যবহার এমন কিছু যা আমরা আগে দেখিনি, তবে এটি সম্ভবত এমন কিছু যা আমরা বারবার দেখতে যাচ্ছি।’